Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
Details

তথ্যবিবরণী নম্বর-৬৩৯
খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন
খুলনা, ৩০ কার্তিক (১৪ নভেম্বর):

বিভাগীয় শহর খুলনায় সাত দিনব্যাপী আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আয়কর মেলা আজ হতে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, খুলনার মানুষ দেশের অন্যান্য স্থানের তুলনায় কর প্রদানে অধিক সচেতন। খুলনা কর অঞ্চলে প্রায় তিন লাখ ৬৫ হাজার জন করদাতা কর প্রদান করেন। ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ দেশের অন্যান্য শহরের তুলনায় যে সংখ্যাটি অনেক বেশি। জনগণের করের টাকাতেই খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল ইকোপার্ক, খানজাহান আলী বিমান বন্দরের ন্যায় বৃহৎ উন্নয়ন অবকাঠামো নির্মিত হতে চলেছে। পদ্মা ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের চিত্র বদলে যাবে। এ পরিবর্তনের জন্য সরকারকে কর প্রদানের বিকল্প নেই। সকল প্রতিবন্ধকতা দূর করে করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে মেলার আয়োজকদের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।
খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, মোংলা কাস্টম হাউজের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক ও খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খান মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম।
খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ হতে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
=০০০=
আতিক/মিজান/২০১৯/১৫:০০ঘন্টা

Images
Attachments
Publish Date
14/11/2019
Archieve Date
19/11/2019