Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনা দিবস পালিত
Details

তথ্যবিবরণী নম্বর-২৩৭
খুলনা দিবস পালিত
খুলনা, বৈশাখ ১৪ (এপ্রিল ২৭) ঃ

খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরে অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে সমৃদ্ধ খুলনা গড়ে তোলার প্রত্যয় নিয়ে খুলনা দিবসকে পালন উপলক্ষে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ১৮৮২ সালের ২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে খুলনা জেলার যাত্রা শুরু হয়।
খুলনা জেলার ১৩৭ বছর পূর্তিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকালে নগরীর মজিদ সরণি এলাকায় উন্নয়ন সংগ্রাম কমিটির নিজস্ব কার্যালেয়র সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‌্যালিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিত কুমার পোদ্দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
=০০০=

Images
Attachments
Publish Date
27/04/2019
Archieve Date
28/04/2019