Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় জাতীয় আয়কর দিবস পালিত
Details

তথ্যবিবরণী নম্বর-৬৬৬
খুলনায় জাতীয় আয়কর দিবস পালিত
খুলনা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর) :
খুলনায় জাতীয় আয়কর দিবস-২০১৯ পালিত হয়। এ উপলক্ষে আজ (শনিবার) সকালে খুলনার বয়রাস্থ কর কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য “কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন”। সকালে প্রধান অতিথি হিসাবে র‌্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, দেশের উন্নয়নে উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসতে হবে। জাতীয় বাজেটের ৯০ শতাংশের যোগান দেয় দেশের মানুষ। ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের স্বার্থে কর প্রদান করলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসাবে বিশ^ দরবারে দাঁড়াবে।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমসহ কর বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
=০০০=
মিজান/২০১৯/১২:০০ ঘন্টা/

Images
Attachments
Publish Date
30/11/2019
Archieve Date
02/12/2019