Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত
Details

তথ্যবিবরণী নম্বর-২৮৯

খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

খুলনা, জ্যৈষ্ঠ ০৭ (মে ২১):

আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিবিএ, নন সিবিএ নেতৃবৃন্দ, মহানগর ও খালিশপুর শ্রমিক নেতৃবৃন্দ, পাটকল শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় জানানো হয়, শ্রমিক-মালিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে সরকার দাবি মেনে নেওয়ায় এবং প্রশাসনের আশ্বাসে আজ (২১ মে) সকল পাটকল, মিল-কারখানা চালু থাকবে এবং এক সপ্তাহের জন্য শ্রমিক আন্দোলন বন্দ থাকবে।

সভায় উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমত: খুলনা অঞ্চলের নয়টি পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। এলক্ষ্যে অতিবিলম্বে প্রকল্প প্রধানরা শ্রমিকদের অনুকূলে বকেয়া মজুরি স্লিপ প্রদান করবেন।

দ্বিতীয়ত: ধর্মঘট চলাকালীন কোন শ্রমিক জরুরি কাজে দায়িত্ব পালন করে আসছেন তাদের মজুরি ফিস্কিশান করে সংশ্লিষ্ট স্লিপ এক সপ্তারের মধ্যে বিতরণ করতে হবে।

তৃতীয়ত: আজ (২১ মে) প্রকল্প প্রধানরা মজুরি পরিশোধ বাস্তবায়নের লক্ষ্যে মিল চালুকরার সিন্ধান্ত গ্রহণ করবে।

খুলনা জেলা প্রশাসনের এক পত্রের মাধ্যমে এই সকল তথ্য জনানো হয়।


=০০০=

জাভেদ/সুলতান/২০১৯

Images
Attachments
Publish Date
21/05/2019