Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনে শৃঙ্খলা আনা প্রয়োজন
Details

তথ্যবিবরণী নম্বর-৫৯৫
অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনে শৃঙ্খলা আনা প্রয়োজন

খুলনা, ০৮ কার্তিক (২৩ অক্টোবর):

ঔষধ নয়, জীবন যাপনে শৃঙ্খলা আনতে পারলে ডায়াবেটিস, ক্যান্সার, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো অসংক্রামক রোগগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।

অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক বিভাগীয় সমন্বয় কমিটির প্রথম সভায় অংশগ্রহণকারীরা এই মন্তব্য করেন। খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলকক্ষে আজ (বুধবার) এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, হাসপাতালগুলোতে রোগীর মিছিল আমরা আর দেখতে চাই না। সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশ যথেষ্ট সফল। কিন্তু অসংক্রামক রোগ দিনদিন বাড়ছে। এর পিছনে মূল কারণ এদেশের মানুষ জীবনযাপনে সচেতন নয়। ঔষধের পিছনে ব্যয় না করে, জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং প্রচারে ব্যয় বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ রাশেদা সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক, খুলনা বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, তত্ত্বাবধায়ক, সকল সিভিল সার্জনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


=০০০=
মঈন/সুলতান/২০১৯/১৩:০০ ঘন্টা

Images
Attachments
Publish Date
23/10/2019
Archieve Date
27/10/2019