Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনা জেলায় বিভিন্ন বাস পরিবহনে মোবাইলকোর্ট পরিচালিত
Details

তথ্যবিবরণী নম্বর-৩১২

খুলনা জেলায় বিভিন্ন বাস পরিবহনে মোবাইলকোর্ট পরিচালিত

খুলনা, ২৬ জ্যৈষ্ঠ (০৯ জুন):

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণের পথযাত্রা নিরবিচ্ছিন্ন ও সহজকরণের লক্ষ্যে জেলা প্রশাসন নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে আজ (রবিবার) খুলনা জেলার বিভিন্ন বাস পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের কারণে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রায় একশত ৮০ জন যাত্রীর নিকট থেকে নেওয়া ২৫ হাজার টাকা তাদের ফেরত দেয়া হয়। এ ঘটনায় দায়ী টুংগীপাড়া, হানিফ, ঈগল ও সোউদিয়া পরিবহনকে সর্তক করা হয়েছে। মোবাইলকোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


=০০০=
মঈন/সুলতান/২০১৯/২০:০০ঘন্টা

Images
Attachments
Publish Date
09/06/2019
Archieve Date
12/06/2019