Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Details

তথ্যবিবরণী নম্বর-৬৮৯
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা, ২৩ অগ্রহায়ণ (০৮ ডিসেম্বর):
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অনুমোদন বিহীন আর্থিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, বুঝেশুনে সর্তকতার সাথে অর্থের বিনিয়োগ করা প্রয়োজন। “আমার বাড়ি, আমার খামার” অথবা পল্লী সঞ্চয় ব্যাংকের ন্যায় সরকারি উদ্যোগের সাথে যুক্ত হয়ে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য বদলের সহজ ও নিরাপদ সুযোগ রয়েছে।

সভায় মুজিববর্ষ উদ্যাপন, কৃষি জমিতে অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করা, মাদক প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, খুলনা জেলায় গত নভেম্বর মাসে চুরি ৫টি, খুন ২টি, অস্ত্র আইন ৩টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ১৩টি, মাদকদ্রব্য ৬৬টি এবং অন্যান্য আইনে ৫৯টি সহ মোট ১৫২টি মামলা দায়ের হয়েছে। জেলা অধিক্ষেত্রে অক্টোবর ২০১৯ মাসে এ সংখ্যা ছিল ১৭৮টি। খুলনা জেলায় অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে ২৬টি মামলা হ্রাস পেয়েছে।

খুলনা মহানগরীতে গত নভেম্বর মাসে চুরি ৫টি, খুন ১টি, অস্ত্র আইন ৩টি, ধর্ষণ ৩টি, নারী ও শিশু নির্যাতন ৬টি, মাদকদ্রব্য ১১১টি এবং অন্যান্য আইনে ২৪টি সহ মোট ১৫৩টি মামলা দায়ের হয়েছে। খুলনা মহানগরী অধিক্ষেত্রে গত অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ১৬০টি। খুলনা মহানগরীতে গত মাসের তুলনায় সাতটি মামলা হ্রাস পেয়েছে।
জেলা ও মহানগরীতে গত নভেম্বর মাসে মাদকদ্রব্যের বিরুদ্ধে বিভিন্ন মাদক স্পটে ১০৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ৩০টি ও ২৭টি টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৫টি মামলা রুজু করা হয়েছে।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
=০০০=

আতিক/মিজান/২০১৯/১৩:৩০ঘন্টা

Images
Attachments
Publish Date
08/12/2019
Archieve Date
12/12/2019