তথ্যবিবরণী নম্বর-৬৬৭
খুলনা সরকারি মহিলা কলেজের নতুন বাস উদ্বোধন করলেন সিটি মেয়র
খুলনা, ১৬ অগ্রহায়ণ (৩০ নভেম্বর):
খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নতুন বাসের উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সকালে কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, সরকার নারী শিক্ষার ওপর জোর দিচ্ছেন। নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ভিত রচনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রী স্বীকৃতি পেয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশুনা করলেই হবেনা, ভাল মানুষ হতে হবে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে যাচ্ছে। ২০২৩ সালের মধ্যে সকল বিদ্যালয়কে মিট-ডে-মিলের আওতায় আনা হবে। সরকার ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছে। পদ্মসেতু নির্মাণ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসবে।
খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবির সাইনিজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র নতুন বাসের উদ্বোধন এবং মোনাজাত করেন।
=০০০=
সুলতান/২০১৯/১৩:৪৫ঘন্টা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS