Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
Details

তথ্যবিবরণী নম্বর-৫৫৫
খুলনায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত
খুলনা, ২১ আশ্বিন (০৬ অক্টোবর):
খুলনায় নানা আয়োজনে আজ (রবিবার) জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৯ পালিত হয়। এ উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার”।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ ১৮টির মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্ম সনদ লাগে। এছাড়া এসডিজি’র লক্ষ্য পূরণের সাথেও জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা স্বাস্থ্য কর্মী ও অভিভাবকদের শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান ও ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার মুমিনুন নেছা।
এর আগে দিবসটি পালন উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
=০০০=
মিজান/২০১৯/১১:৩০ ঘন্টা

Images
Attachments
Publish Date
06/10/2019
Archieve Date
09/10/2019