Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে ডিআইজি’র প্রেস কনফারেন্স
Details

তথ্যবিবরণী নম্বর-৫২৭
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে ডিআইজি’র প্রেস কনফারেন্স

খুলনা, ১১ আশ্বিন (সেপ্টেম্বর ২৬):

খুলনা বিভাগের চার হাজার ৭৪৫টির অধিক পূজামন্ডপে অনুষ্ঠিতব্য দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার) আজ (বৃহস্পতিবার) বিকেলে তার সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্সের আয়োজন করেন।

জিআইজি সাংবাদিকদের বলেন, পূজামন্ডপগুলোতে পুলিশের ছয় হাজার সদস্যসহ পুলিশ- আনসারবাহিনী মিলে ৪৬ হাজার ৪৪৮ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রতিটি পূজামন্ডপ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা পরিদর্শন করবেন। তিনি আরও বলেন, পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় খুলনার পুলিশ বিভাগকে ৪২টি নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষ যাতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে তার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজার সময় ডিআইজির দপ্তরসহ বিভাগের ১০ জেলায় কন্ট্রোলরুম সার্বক্ষণিক খোলা থাকবে।

প্রেস ব্রিফিংয়ে খুলনা জেলার ১০ পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।
=০০০=
জাভেদ/মিজান/২০১৯/১৮:৩০ ঘন্টা/

Images
Attachments
Publish Date
26/09/2019
Archieve Date
02/10/2019