Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Details

তথ্যবিবরণী নম্বর-৫৩৭

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর):

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিভাগীয় পর্যায়ের এ খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, এক সময়ের জনপ্রিয় খেলা ফুটবল কিছুকাল আগে মাঠ হতে হারিয়ে গিয়েছিলো। এখন আবার ফুটবলে প্রাণ ফিরে এসেছে। আমাদের মেয়েরাও ফুটবল খেলছে। খেলাধুলার মাধ্যমে এ বয়সের তরুণরা সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ হতে দূরে থাকবে। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও ছাত্রজীবনে খেলোয়াড় ছিলেন। জাতির পিতা ও বঙ্গমাতার নামের এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতির পিতা ও বঙ্গমাতা সম্পর্কে জানার সুযোগ পাবে।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলা ও একটি সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল বিভাগীয় পর্যায়ের এ খেলায় অংশগ্রহণ করবে। আজ (সোমবার) হতে শুরু হয়ে এ টুর্নামেন্ট আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুল হক খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন, খুলনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে নগরীর হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।
=০০০=

আতিক/মিজান/সুলতান/২০১৯/১২:৩০ ঘন্টা/

Images
Attachments
Publish Date
30/09/2019
Archieve Date
05/10/2019