Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় পনের হাজার গাছের চারা বিতরণ
Details

তথ্যবিবরণী নম্বর-৪৬৫
খুলনায় পনের হাজার গাছের চারা বিতরণ
খুলনা, ১৫ ভাদ্র (আগস্ট ৩০):
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে খুলনা শহরের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পনের হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত গাছের মধ্যে ১০ প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে।
আজ (শুক্রবার) নগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপন কর্মসূচি ২০১৯ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এসব চারা বিতরণ করেন।
এসময় সিটি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ শহরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা শহরে বসবাসকারী নগরিকদের প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভুত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই ঝুকি প্রশমনের জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
মেয়র প্রত্যেক খুলনাবাসীকে অন্তত তিনটি গাছ- একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষুধি গাছ লাগনোর জন্য অনুরোধ করেন। প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামকে ধন্যবাদ জানান। মেয়র পহেলা সেপ্টম্বর থেকে ময়ূর নদ সহ ২২ খাল উদ্ধারের দৃঢ় প্রত্যয় পূনর্ব্যক্ত করেন এবং পরিচ্ছন্ন খুলনা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
বৃক্ষরোপন কর্মসূচি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা বশির আল মামুন, কেসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা। সভাপতিত্ব করেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিলাহ। স্বাগত জানান ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারী আবু মোজাফফর মাহমুদ ।
পরে মেয়র আবর্জনা ও পানি পরিবহনের জন্য ব্র্যাক প্রদত্ত চারটি গাড়ির চাবি সংশ্লিষ্ট কাছে হস্তান্তর করেন।
=০০০=
মঈন/মিজান/২০১৯/১১:০০ ঘন্টা/

Images
Attachments
Publish Date
30/08/2019
Archieve Date
01/09/2019