Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ঘূর্নিঝড় ফণি খুলনা উপকূলে আঘাতের আশঙ্কা। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
Details

তথ্যবিবরণী নম্বর-২৫১
ঘূর্নিঝড় ফণি খুলনা উপকূলে আঘাতের আশঙ্কা
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা, বৈশাখ ১৭ (এপ্রিল ৩০):

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি তীব্র শক্তির ঘূর্নিঝড় ফণি খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। ঘূর্নিঝড় মোকাবেলায় আজ (মঙ্গলবার) রাতে খুলনা সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন।

সভায় জানানো হয়, ঘূর্নিঝড় ফণি মঙ্গলবার বিকালে মংলা সমুদ্র বন্দর হতে ১১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিলো। এর ফলে দুই নম্বর হুশিয়ারী সংকেত জারি করা হয়েছে। ঘূর্নিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জনসাধারণকে সচেতন করাসহ স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে। পর্যাপ্ত এাণ সামগ্রীসহ অন্যান্য উপকরণ মজুদ আছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। মোবাইল নেট ওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমুদ্র উপকূলবর্তী এলাকাবাসীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। চার নম্বর বিপদ সংকেত জারির সাথে সাথে সাইক্লোন শেন্টারগুলো খুলে দেওয়া হবে। সভায় দুর্যোগে আতংকিত না হয়ে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে। প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে। দুর্যোগ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০৪১-৭২০৩৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

=০০০=
জাভেদ/সুলতান/২০১৯/২১:৪৫ঘন্টা

Images
Attachments
Publish Date
30/04/2019
Archieve Date
04/05/2019