Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা
Details

তথ্যবিবরণী নম্বর-২৪৫

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

খুলনা, বৈশাখ ১৫ (এপ্রিল ২৮):

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে আজ (রবিবার) বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা খুলনা জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী । সভাপতির বক্তৃতায় তিনি বলেন, সরকার বিনামূল্যে অসহায় দরিদ্র মানুষের আইনী সেবা পাওয়ার অধিকার লিগ্যাল এইডের মাধ্যমে ব্যবস্থা করেছেন। খুলনায় লিগ্যাল এইডের কার্যক্রমকে বেগবান করতে প্যানেলভুক্ত আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আর্থিকভাবে সচ্ছল আইনজীবীদেরকে অসহায় মানুষকে বিনামূল্যে আইনগত সেবা প্রদানেরও তিনি অনুরোধ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শেখ নুরুল হাসান, সিনিয়র আইনজীবী এ্যাড. মঞ্জুরুল আলম এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী এ্যাড. শেখ শাহাবুদ্দিন।

=০০০=
মিজান/সুলতান/২০১৯/১৮:৩০ ঘন্টা

Images
Attachments
Publish Date
28/04/2019
Archieve Date
30/04/2019