তথ্যবিবরণী নম্বর-৬২৯
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সংবর্ধনা অনুষ্ঠান
খুলনা, ২৫ কার্তিক (০৯ নভেম্বর):
মানবাধিকার রক্ষা এবং বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিশেষ ভূমিকা রাখায় খুলনায় দুইজন মানবাধিকারকর্মীকে আজ (শনিবার) সকালে সংবর্ধনা প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা ও মহানগর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধিত অতিথিরা হলেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম ও সাংবাদিক সোহাগ দেওয়ান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়তে সকল মানুষের মানবাধিকার রক্ষা এবং আইনী সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এজন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করা দরকার। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে আত্মকেন্দ্রিক না থেকে জনকল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শ ম বাবর আলী, সংস্থাটির মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান।
=০০০=
মিজান/২০১৯/১৩:০০ ঘন্টা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS