Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনা বিএসটিআই এর অভিযানে ১১টি মামলা দায়ের
Details

তথ্যবিবরণী                                                      নম্বর-২৬২

খুলনা বিএসটিআই এর অভিযানে ১১টি মামলা দায়ের

খুলনা, ২৩ বৈশাখ (০৬ মে) ঃ

    মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন এবং পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা গত এপ্রিল মাসে মহানগরীসহ খুলনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় মোট ২৭টি বিশেষ অভিযান পরিচালনা করে।

    বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ লংঘন এবং সিএম লাইসেন্স বিহীন অবৈধভাবে পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণের জন্য একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ওজনযন্ত্র ভেরিফিকেশন না করায় চারটি মুদি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় নড়াইল ও ঝিনাইদহ জেলার দুইটি পেট্্েরাল পাম্প মালিকের বিরুদ্ধে আদালতে ছয়টি মামলা দায়েরসহ এপ্রিল মাসে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এপ্রিল মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান থেকে আপেল, আঙ্গুর, মাল্টা এবং কমলার ১৬টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি।
    
    এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
=০০০=

আতিক/মিজান/২০১৯/১৪:৩০ঘন্টা
 

 

Images
Attachments
Publish Date
06/05/2019
Archieve Date
16/05/2019