Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনা বিএসটিআই এর অভিযানে ৩৫টি মামলা ও দুই লাখ টাকা জরিমানা
Details

তথ্যবিবরণী নম্বর-৪৩৯

খুলনা বিএসটিআই এর অভিযানে ৩৫টি মামলা ও দুই লাখ টাকা জরিমানা

খুলনা, ২১ শ্রাবণ (০৫ আগস্ট ):

মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) খুলনা গত জুলাই মাসে খুলনা মহানগরীসহ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে।


বিশেষ অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন অবৈধভাবে পানি উৎপাদনের জন্য তিনটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তিনটি মামলা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন লংঘনের দায়ে ১৯টিসহ মোট ২২টি মামলা দায়ের করে এবং দুই লাখ একশ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে। এছাড়াও ১১টি বিশেষ অভিযান পরিচালনা করে ১৩টি নিয়মিত মামলা দায়ের করে।


বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে।


=০০০=
সুলতান/২০১৯/১১:০০ ঘন্টা

Images
Attachments
Publish Date
05/08/2019