Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কেসিসি এলাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী
Details

তথ্যবিবরণী নম্বর-৫১২

কেসিসি এলাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী

খুলনা, ০৬ আশ্বিন (সেপ্টেম্বর ২১):

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ের সমাপনী ও পুরস্কার আজ (শনিবার) বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে মেয়র বিজীয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, বালিকা গ্রুপে রানারআপ এবং চ্যাম্পিয়ান দল হিসেবে পুরস্কার গ্রহণ করে দৌলতপুর এবং খানজাহান আলী থানা। মেট্টোপলিটন থানা মিলে দল গঠিত এবং সোনাডাঙ্গা ও লবণচরা মেট্রোপলিটন থানা মিলে দল গঠিত হয়। বালক গ্রুপে রানারআপ এবং চ্যাম্পিয়ান দল হিসেবে পুরস্কার গ্রহণ করে খালিশপুর ও আড়ংঘাটা মেট্টোপলিটন থানা মিলে গঠিত দল এবং সোনাডাঙ্গা ও লবণচরা নিয়ে মেট্রোপলিটন থানা মিলে গঠিত দল।

=০০০=
সুলতান/২০১৯/১৯:৪৫ ঘন্টা/

Images
Attachments
Publish Date
21/09/2019
Archieve Date
24/09/2019