Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খুলনায় বাল্যবিবাহ রোধে অ্যাডভোকেসি কর্মশালা
বিস্তারিত

তথ্যবিবরণী নম্বর-৬৬১
খুলনায় বাল্যবিবাহ রোধে অ্যাডভোকেসি কর্মশালা
খুলনা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ কার্যক্রম “কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট” প্রোগ্রামের আওতায় বাল্যবিবাহ রোধে নোটারি পাবলিক ও কাজীদের নিয়ে দিনব্যাপী অ্যাডভোকেসি কর্মশালা আজ (মঙ্গলবার) খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় বলেন, বাল্যবিবাহ ও মাদকের বিস্তার রোধে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। অপ্রাপ্ত বয়সের বিয়ে টেকসই হওয়ার সুযোগ কম। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বিবাহিত জীবনের জন্য শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত হয় না।

খুলনা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ ও ইউনিসেফ খুলনার কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার উম্মে হালিমা।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, নোটারি পাবলিক ও বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন।
=০০০=
আতিক/মিজান/২০১৯/১৬:৩০ ঘন্টা/

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/11/2019
আর্কাইভ তারিখ
30/11/2019